ভাবিকে ধর্ষণ করল দেবর
arrested for raping |
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে রাতের অন্ধকারে ঘরের বেড়া কেটে ঢুকে ধারালো কিরিচের ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।
এ ঘটনায় দেবর মোহাম্মদ ইলিয়াছ ইলুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ ইলিয়াছ ইলু বোয়ালিয়া গ্রামের কোরবান আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ধর্ষিতা ওই গৃহবধূ ইলিয়াছের জেঠাতো ভাইয়ের স্ত্রী। প্রবাসী স্বামীর অবর্তমানে চার সন্তান-সন্ততি নিয়ে তিনি নিজ ঘরে একাই থাকতেন।
আরও পড়ুনঃএকইরাতে একই বাসায় ২ তরুণীকে গণধর্ষণ
বেশ কিছুদিন ধরে গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন ইলিয়াছ ইলু। এসব ঘটনার প্রতিবাদ করেও লাভ হয়নি। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে ইলিয়াছ ওই গৃহবধূর ওপর আরও ক্ষুব্ধ হন।গত রোববার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ইলিয়াস ঘরের বেড়া কেটে ঢুকে ধারালো কিরিচের ভয় দেখিয়ে তার ভাবিকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে ইলিয়াছ পালিয়ে যান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গতকাল মঙ্গলবার ধর্ষিতা নিজে বাদী হয়ে তাকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ইলুকে গ্রেফতার করা হয়।
No comments