Header Ads

সেই বিরল নবজাতককে ঢাকায় আনা হচ্ছে

That rare stranger is being brought to Dhaka
That rare stranger is being brought to Dhaka


বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিরল রোগ নিয়ে জন্ম নেয়া সেই নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।

 শুক্রবার দুপুর ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতকের বাবা-মা শিশুটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরশেফালী গ্রামের হাবিবুর রহমান ও মর্জিনা বেগম তাদের একদিন বয়সী ছেলে নবজাতককে মেডিকেলে ভর্তি করেন। 

শিশুটির হাত-পা সবকিছু ঠিক থাকলেও পুরো শরীরে সাদা একটি আবরণ রয়েছে। যার মাঝে মাঝে লাল দাগ রয়েছে। চোখ দুটিও এখনও আবরণ থেকে বের হয়নি।

আরও পড়ুনঃ ভিডিও ভাইরালের পর ভাসুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

 দেখলে মনে হবে চামড়া ফেটে এখনই রক্ত বের হবে। ভর্তির পর ওয়ার্ডের অন্য রোগীর স্বজনরা নবজাতকটিকে দেখতে ভিড় করেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. উত্তম কুমার সাহা জানান, নবজাতকটি বিরল রোগ কলয়েডিয়ান বা হারলেকুইনে আক্রান্ত।

 এ ধরনের রোগে আক্রান্ত রোগী খুব বেশি দেখা যায় না। জিনগত কারণে এ ধরনের চর্ম রোগ দেখা দেয়। এছাড়া ওই নবজাতক অপরিণত ভূমিষ্ট হয়েছে। স্বাভাবিক ওজনের চেয়ে ওই নবজাতকের ওজনও কম।

শুক্রবার সকালে নবজাতকের বাবা-মা শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করেন। এর পরিপ্রেক্ষিতে দুপুরে তাদেরকে ছাড়পত্র দেয়া হয়। দুপুরেই নবজাতককে নিয়ে তার বাবা-মা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান ডা. বিপ্লব কুমার দাস জানান, স্বাভাবিক মানুষের চামড়ার কয়েকটি স্তর থাকে। 

আরও পড়ুনঃ ৫ বছর ধরে ছাত্রীকে ধর্ষণ গৃহশিক্ষকের

তবে এ নবজাতকের উপরিভাগের গ্লান্ডটি তৈরি হয়নি। এ কারণে শরীর থেকে পানি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পরো রোগীর শরীরে পানি শূন্যতা দেখা দেয়। তবে এ নিয়ে শঙ্কার কিছু নেই। চিকিৎসা করালে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ রোগ ভালো হয়ে যায়।

No comments

Powered by Blogger.