অস্ট্রেলিয়াকে ৮৫ রানের লিড দিয়েছে বাংলাদেশ
Bangladesh has given Australia a lead of 85 runs-bdnewseverytime.blogspot.com |
এর অাগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিনের শুরুতেই পাঁচ উইকেট হারায় টাইগাররা।
ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাসির হোসেনও। বাংলাদেশে প্রথম পাঁচ ব্যাটসম্যানের স্কোর সৌম্য ৯, তামিম ১২, ইমরুল কায়েস ১৫, সাকিব ২ এবং নাসির ৫।
তবে শেষ দিকে কিছুটা হাল ধরেছেন মুশফিক, সাব্বির মুমিনুল ও মিরাজ। তাদের উপর ভর করেই ১৫৭ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
No comments